ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

আমাদের কথা শোনা বন্ধ করার পর থেকেই বিএনপির পতন শুরু হয়েছে: ফরহাদ মজহার

প্রকাশিত: ২০:০৬, ১৫ মার্চ ২০২৫

আমাদের কথা শোনা বন্ধ করার পর থেকেই বিএনপির পতন শুরু হয়েছে: ফরহাদ মজহার

ছবি: সংগৃহীত

বিএনপি কথা শোনা বন্ধ করে দেওয়ার পর থেকেই তাদের পতন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন কবি ও দার্শনিক ফরহাদ মজহার। শনিবার (১৫ মার্চ) যশোর শিল্পকলা একাডেমিতে ‘জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে তরুণদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি।

যশোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত এই অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে বিএনপির রাজনৈতিক অবস্থান, সরকারবিরোধী আন্দোলন এবং তরুণ সমাজের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।

ফরহাদ মজহার বলেন, “আমাদের কথা যখন বিএনপি শোনা বন্ধ করে দিল, তখন থেকেই তাদের পতন শুরু হয়েছে। অথচ আপনারা প্রচার করলেন যে আমি বিএনপিকে বিভক্ত করতে চাই, দুর্বল করতে চাই, কিংবা অন্য কাউকে প্রধানমন্ত্রী বানাতে চাই। এখন দেখা যাচ্ছে, গণঅভ্যুত্থানে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু বিএনপির কিছু অংশ এখনো ইতিহাস ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়নি।”

তিনি আরও বলেন, “এই গণঅভ্যুত্থান কখনোই সফল হতো না যদি খালেদা জিয়া আপসহীনভাবে সরকারের বিরুদ্ধে না থাকতেন। তিনি যথেষ্ট নির্যাতন সহ্য করেছেন। কিন্তু বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা চায়, কারণ তাদের কাছে প্রচুর অর্থ রয়েছে। তবে তারা একটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ও রাজনৈতিক দিক সম্পূর্ণ অস্বীকার করছে। তারা ভুলে যাচ্ছে যে, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়।”

বাংলাদেশের সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, “১৯৭২ সালের সংবিধান কখনোই বাংলাদেশের জনগণের ছিল না, বরং এটি পাকিস্তানি সংবিধানের ধারাবাহিকতায় রচিত হয়েছিল। এটি প্রণয়ন করেছেন এমন ব্যক্তিরা, যারা মুক্তিযুদ্ধের সময় কলকাতায় অবস্থান করছিলেন এবং দিল্লির সঙ্গে সহযোগিতা করে বাংলাদেশকে ভারতের প্রভাবাধীন করতে চেয়েছিলেন।”

তরুণদের আন্দোলনের বিষয়ে ফরহাদ মজহার বলেন, “যারা নতুন সংবিধানের দাবি তুলেছেন, তারা সঠিক দাবিই করেছেন। তবে তাদের বক্তব্য শুধু আওয়ামী লীগবিরোধী হয়ে থাকলে চলবে না, বরং তাদেরকে বুদ্ধিবৃত্তিকভাবে শক্তিশালী হতে হবে। শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতা করে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। নতুন রাষ্ট্র গঠনের জন্য আমাদের তাত্ত্বিকভাবে প্রস্তুত হতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের নতুন রাজনৈতিক কাঠামো দরকার। শুধুমাত্র পুরনো রাজনৈতিক দলগুলোর নীতি অনুসরণ করলে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। সমাজ ও রাষ্ট্রের মৌলিক পরিবর্তন আনতে হলে গভীরভাবে চিন্তা করতে হবে এবং জনসচেতনতা তৈরি করতে হবে।”

ভিডিও দেখুন: https://youtu.be/Wb_K1zh7oeI?si=M2z_jDuzOpwFoaYq

এম.কে.

×