
ছবি: সংগৃহীত
রমজানের পবিত্র মাসে নারীর সম্মান ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. জিন্নাত আরা নাসরীন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বক্তব্যে তিনি বলেন, “নারী আল্লাহর অমূল্য সৃষ্টি। তাকে সম্মান দেওয়া, ভালোবাসা ও যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্য অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “রমজানের পর ঈদ আমাদের জন্য বড় একটি উপহার। কিন্তু মন ভারাক্রান্ত হয়ে যায়, যখন দেখি আমাদের মেয়েরা, আমাদের কন্যা, বোন বা পড়শি কোথাও নিরাপদ নয়। গণপরিবহন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের সম্মানহানি হচ্ছে। বিশেষ করে পবিত্র রমজানের সময়ে এমন ঘটনা মেনে নেওয়া যায় না।”
নারীর প্রতি সকল প্রকার সহিংসতা ও অবমাননার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা সকলে যদি একত্রিত হয়ে আওয়াজ তুলি, সমাজের নৈতিক মূল্যবোধ ধরে রেখে এগিয়ে যাই, তাহলে আমাদের দেশে কোনো নারী আর অসম্মানিত হবে না। এই রমজানে আল্লাহর কাছে দোয়া করি, যেন আমাদের দেশের নারীরা, শিশুরা ও কন্যারা সুরক্ষিত থাকে এবং তাদের সম্মান অক্ষুণ্ন থাকে।”
তিনি নারীর নিরাপত্তা নিশ্চিতে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিও জানান এবং সকলকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান করেন।
আবীর