ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

রাজধানীর প্রায় প্রতি ফ্ল্যাটেই আয়নাঘর আছে: ডিএমপি কমিশনার

প্রকাশিত: ১৯:৩৯, ১৫ মার্চ ২০২৫

রাজধানীর প্রায় প্রতি ফ্ল্যাটেই আয়নাঘর আছে: ডিএমপি কমিশনার

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার সম্প্রতি এক বক্তব্যে রাজধানীর আধুনিক ফ্ল্যাটগুলোর নির্মাণশৈলী নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, “বর্তমানে প্রায় প্রতিটি ফ্ল্যাটেই ‘আয়নাঘর’ নামে একটি ক্ষুদ্রাকার কক্ষ তৈরি করা হচ্ছে, যা মূলত গৃহকর্মীদের থাকার জায়গা হিসেবে নির্ধারণ করা হয়।”

তিনি আরও বলেন, “ফ্ল্যাটগুলোর অভিজাত বাসিন্দারা নিজেদের জন্য সুপরিসর কক্ষ ও শীতাতপ নিয়ন্ত্রিত আবাসন সুবিধা নিশ্চিত করলেও, গৃহকর্মীদের জন্য রাখা ছোট্ট এই কক্ষগুলোতে পর্যাপ্ত জায়গা তো দূরের কথা, ঠিকমতো শোয়ার ব্যবস্থাও নেই। সাধারণত রান্নাঘরের পাশে বা কোনে এই আয়নাঘর নির্মাণ করা হয়, যেখানে অনেকে টয়লেটের সংযুক্ত ব্যবস্থাও রাখে। অথচ এই সংকীর্ণ কক্ষে মানবিক জীবনযাপন সম্ভব নয়।”

কমিশনার এ ধরনের নির্মাণপ্রক্রিয়ার তীব্র সমালোচনা করে বলেন, “আমরা শিক্ষিত, প্রতিষ্ঠিত মানুষ। সমাজে আমাদের অবস্থানও সম্মানজনক। তাহলে কেন আমরা অন্য এক মানবসত্তাকে এমন অমানবিক পরিবেশে রাখতে চাই? যারা গৃহকর্মী হিসেবে আমাদের সহায়তা করেন, তাদেরও ন্যূনতম মানবিক জীবনযাপনের অধিকার রয়েছে।”

তিনি সকল ফ্ল্যাট মালিক ও ভাড়াটিয়াদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা যদি গৃহকর্মীর জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করতে না পারেন, তবে অন্তত নিজেদের ড্রইং রুমে তার জন্য একটা বিছানার ব্যবস্থা করুন। এসি না হোক, অন্তত একটা ফ্যান দিন। ধর্মীয় ও মানবিক দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ভিডিও দেখুন: https://youtu.be/w4cgAz438dY?si=7g9SWPTC-32SvGBJ

এম.কে.

×