ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

প্লিজ আপনার গৃহকর্মীকে ছোট্ট আয়নাঘরে রাখবেন না

প্রকাশিত: ১৮:০২, ১৫ মার্চ ২০২৫

প্লিজ আপনার গৃহকর্মীকে ছোট্ট আয়নাঘরে রাখবেন না

ছবি: সংগৃহীত

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী মিডিয়ার উদ্দেশ্য দেওয়া একটি বক্তব্যে বলেন, প্লিজ আপনার বাসার গৃহকর্মীকে ছোট্ট আয়নাঘরে রাখবেন না। প্রতিটি ফ্ল্যাটে তিন- চার ফিট করে একটি রুম থাকে যেখানে গৃহকর্মীদের থাকার ব্যবস্থা করা হয়। যেখানে ঠিকমতো পা মেলে ঘুমানো যায় না। এটা ও নারী নির্যাতনের একটি দিক। তিনি আরো বলেন, প্রতিনিয়তই নারী নির্যাতন, নারীর শ্লীলতা হানির ঘটনা ঘটছে। আমি আমার পুলিশি জীবনে দেখেছি, আপনারা মিডিয়াতে যে পরিমাণে অপরাধ বা ঘটনা দেখেন, বাস্তবে তার থেকেও কয়েক গুণ বেশি ঘটনা ঘটে থাকে যেগুলো মিডিয়াতে আসে না।

সম্প্রতি দেশে নারী নির্যাতন একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এটি দৃষ্টান্তমূলক হারে বেড়ে গেছে। নারীরা শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছেন প্রতিদিনই, যা সমাজে একটি গভীর উদ্বেগের সৃষ্টি করছে। এই অপরাধগুলোর মধ্যে ধর্ষণ, নির্যাতন, পারিবারিক সহিংসতা এবং বিভিন্ন ধরনের মানসিক নির্যাতন অন্তর্ভুক্ত।

এই পরিস্থিতির ফলে দেশের সর্বসাধারণের মধ্যে ক্ষোভ এবং প্রতিবাদের ঝড় উঠেছে। সামাজিক মিডিয়া, রাস্তায় রাস্তায়, এবং বিভিন্ন গণমাধ্যমে মানুষ তাদের প্রতিবাদ জানাচ্ছে এবং সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে। বিভিন্ন নারী অধিকার সংগঠন এবং মানবাধিকার সংগঠনগুলো এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।

শুধু সাধারণ মানুষই নয়, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরাও এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং নির্যাতিত নারীদের জন্য কঠোর আইন প্রণয়ন এবং দ্রুত বিচার ব্যবস্থার দাবি করেছেন। অনেকেই এও বলছেন যে, সরকারের উচিত সমাজে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করা, যাতে অপরাধীরা সহজে পার পেতে না পারে।

 

ফারুক

×