ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

দিনে চুরি করে রাতে ছিনতাই, জনতার হাতে আটক

আল জুবায়ের

প্রকাশিত: ১৭:৪৯, ১৫ মার্চ ২০২৫

দিনে চুরি করে রাতে ছিনতাই, জনতার হাতে আটক

ছ‌বি: সংগৃহীত

রাজধানীতে দিনদুপুরে চুরি করতে গিয়ে জনতার কাছে ধরা পড়েছেন রবিউল (২৮) নামের এক যুবক। এ সময় তার কাছ থেকে চেতনানাশক ট্যাবলেট, ধারালো ছুরিসহ ছিনতাইয়ের নানা দ্রব্য পাওয়া যায়।

শনিবার (১৫ মার্চ) বিকাল ৪টার দিকে নগরের আজিমপুর কবরস্থান সংলগ্ন ২ নং গেট থেকে সাইকেল চুরির সময় ট্রাফিক পুলিশের সহায়তাকারী দুই সদস্যের সহায়তায় জনতার হাতে আটক হন তিনি। এরপর তাকে পুলিশের হাতে সোর্পদ করেন তারা।

জানা যায়, আটককৃত ওই ব্যক্তি ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় থাকেন। তার গ্রামের বাড়ি শরিয়তপুর জেলায়। তার বর্ণনা মতে, চাকরি না পাওয়ায় গত ১৫ দিন ধরে তিনি এই পথে এসেছেন। দিনে করেন চুরি আর রাত হলেই ছিনতাই করতে নামেন তিনি। তবে, এসবের একটি বড় অংশ দিতে হয় একটি চক্রকে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আজিমপুর কবরস্থানের ২ নং প্রবেশ মুখে একটি সাইকেলের তালা কাটতে দেখা দেখেন তারা। পরবর্তীতে কাছে এগিয়ে জিজ্ঞাসা করতে গেলে ছুরি দিয়ে তাদের দিকে তেড়ে আসেন ওই যুবক। এ সময় ঘটনাস্থল থেকে পালাতে গেলে জনতার কাছে আটক হন তিনি। এ সময় তার কাছ থেকে চেতনানাশক ট্যাবলেট, রোমাল, ধারালো ছুরিসহ ছিনতাইয়ের নানা দ্রব্য পাওয়া যায়।

ট্রাফিক সদস্য মোহাম্মদ এহসানুল ইসলাম (০১০৬) বলেন, "আমরা যখন দেখি সাইকেলের তালা কাটছে তখন আমাদের সন্দেহ হলে আমরা এগিয়ে যাই। তখন তাকে জিজ্ঞাসা করলে তিনি এড়িয়ে চলে যেতে গেলে তাকে আমরা আটক করি। পরে তার কাছ থেকে ধারালো ছুরিসহ চেতনানাশক ট্যাবলেট পায়। পরে আমরা পুলিশকে ফোন দিয়ে তাদের হাতে তুলি দিয়েছি।"

লালবাগ থানার উপপরিদর্শক মোঃ রাশেদ বলেন, "দুই জন বাদি হয়েছেন, আমরা আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছি। তার সাথে বড় কোনো চক্র জড়িত থাকতে পারে। আমরা তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেব।"

আবীর

×