ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

জাতিসংঘে হাসিনা পরিবারের ৩ জন, তাদের বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি: ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশিত: ১৬:৫৪, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ১৭:০১, ১৫ মার্চ ২০২৫

জাতিসংঘে হাসিনা পরিবারের ৩ জন, তাদের বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি: ব্যারিস্টার ফুয়াদ

ছবি: সংগৃহীত।

আজ (১৫ মার্চ) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জাতিসংঘের বাংলাদেশ অফিসের যৌথ আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে এসে অংশ নেন।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, তাদের পক্ষ থেকে বৈঠকে কয়েকটি বিষয় তুলে ধরা হয়। প্রথমত, তারা জাতিসংঘকে ধন্যবাদ জানায়, কারণ গত ১৬ বছরে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনামলে জাতিসংঘের জেনেভাভিত্তিক মানবাধিকার দপ্তর বারবার মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে। এছাড়া, এবি পার্টি জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সাম্প্রতিক ১১৪ পৃষ্ঠার জুলাই-আগস্ট গণহত্যা প্রতিবেদন প্রকাশের জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এর বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা চায়।

এবি পার্টি আরও জানায়, জাতিসংঘের তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এখনো বাংলাদেশের কথিত স্বৈরাচার পরিবারের সদস্যরা কর্মরত রয়েছেন। তারা জাতিসংঘের মহাসচিবের কাছে অনুরোধ জানায়, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এই নিয়োগগুলো পুনর্মূল্যায়ন করা হোক। উল্লিখিত তিনজন হলেন—প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত; শেখ রেহানার ছেলে ববি, যিনি ইউএনডিপিতে সুশাসন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন; এবং শেখ রেহানার পুত্রবধূ, যিনি ব্যাংককভিত্তিক আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (IOM) কাজ করছেন।

এবি পার্টির মতে, গত ১৫ বছর ধরে পরিবারতন্ত্র ও স্বজনপ্রীতির মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের স্বার্থবিরোধী। তাই তারা জাতিসংঘকে এই নিয়োগগুলো পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

এই বৈঠকে বাংলাদেশের দুটি প্রধান স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন। একপক্ষে পাঁচটি কমিশনের চেয়ারম্যান ও কয়েকজন উপদেষ্টা এবং অন্যপক্ষে দেশের বড় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নেন। সভাটি পরিচালনা করেন অধ্যাপক আসিফ নজরুল, যিনি পাঁচটি কমিশনের কার্যক্রম ও প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেন এবং তাদের সংক্ষিপ্ত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

সায়মা ইসলাম

×