ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

দোকান খালি করে গোডাউনে তেল লুকিয়ে রাখায় বিক্রেতাকে বিশ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৬:১৫, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ১৬:১৬, ১৫ মার্চ ২০২৫

দোকান খালি করে গোডাউনে তেল লুকিয়ে রাখায় বিক্রেতাকে বিশ হাজার টাকা জরিমানা

ছ‌বি: সংগ্রহীত

রাজধানীর উত্তরায় ভোক্তা অধিকারের বিশেষ অভিযানে এক মুদি দোকানের গোডাউনে সয়াবিন তেল মজুত থাকার প্রমাণ পাওয়া গেছে, যদিও দোকানে তেলের সঙ্কট দেখানো হচ্ছিল।

অভিযান চলাকালে দোকানিরা জানান, তাদের কাছে সয়াবিন তেল নেই। কিন্তু পরবর্তীতে গোডাউনে গিয়ে দেখা যায়, বিপুল পরিমাণ তেল মজুত করে রাখা হয়েছে। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, তেল মজুত থাকার পরও তা অস্বীকার করা এক ধরনের প্রতারণা, যা ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল।

অভিযানে সংশ্লিষ্ট বিক্রেতাকে ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং দ্রুত তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

আবীর

×