
ছবি: সংগৃহীত
আজ শনিবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচিত আরজে কিবরিয়া একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। আরজে কিবরিয়ার সেই লেখাটি জনকণ্ঠের পাঠকদের হুবহু তুলে ধরা হলো-
“রাজকীয় ইফতারের প্রয়োজন ছিলোনা । যে কথা বলতে পারেনা তাকে অন্তত খালেদ সাহেবের অনুষ্ঠানে পাঠাবার সাহস দেখানো উচিৎ হয়নাই । ভেবে ভেবে স্টেপ ফেলেন । প্রত্যাশা অনেক। আপনারা হেরে গেলে শুধু আপনারাই হারবেন না । লক্ষ কোটি মানুষ হারবে।”
শিহাব