
ছবি: সংগৃহীত
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ (১৫ মার্চ) দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। এই বৈঠকটি এখনও চলমান রয়েছে।
নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে থেকেই রাজনৈতিক নেতারা বৈঠকস্থলে উপস্থিত হতে শুরু করেন। এতে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত রয়েছেন।
এটি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হতে পারে।
প্রসঙ্গত, জাতিসংঘ মহাসচিব গতকাল বাংলাদেশের গুলশানে ইউএন হাউজ উদ্বোধন করেছেন এবং তার সফরের অংশ হিসেবে নানা কার্যক্রমে অংশ নিয়েছেন। বৈঠক শেষে মহাসচিবের অন্যান্য কার্যক্রমের অংশ হিসেবে জাতিসংঘ কার্যালয় পরিদর্শন এবং বাংলাদেশের জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নেবেন বলে জানা গেছে।
কানন