
ছবি সংগৃহীত
রাজধানী ঢাকার গুলশানে জাতিসংঘের নতুন কার্যালয় ‘ইউএন হাউস’ উদ্বোধন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে এই ভবনের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন এবং বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানসহ অন্যান্য কর্মকর্তারা।
আশিক