ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ভারতীয় মিডিয়া জাতীয় স্বার্থের জন্যই বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে: নাজমুল আশরাফ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ১১:৫২, ১৫ মার্চ ২০২৫

ভারতীয় মিডিয়া জাতীয় স্বার্থের জন্যই বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে: নাজমুল আশরাফ

গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। ছবিঃ সংগৃহীত

ভারত টানা ১৬ বছর বাংলাদেশকে অর্থনৈতিক, রাজনৈতিক দিক দিয়ে দখল করে রেখে শোষণ করেছে। সেই অধিকার থেকে ভারত যখন বঞ্চিত হয়েছে তখনই ভারত বাংলাদেশকে নিয়ে অপচর্চা, অপরাজনীতি, অপতথ্য, অপসাংবাদিকতা করতে শুরু করেছে। বলেছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। 

আজ শনিবার (১৫ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে এ কথা বলেন তিনি। 

নাজমুল আশরাফ বলেছেন, ‘ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশকে নিয়ে চর্চা অনেকাংশে বেড়েছে। ভারতের মত দেশ যাকে নিয়ে সারাবিশ্বের আগ্রহ, তাদের বাংলাদেশের মত একটি দেশকে নিয়ে এত খবর প্রচার করার কারণটি হলো যেই সুযোগ তারা হারিয়েছে সেই সুযোগ ফিরে পাওয়ার চেষ্টা।’

ভারতের সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে তিনি জানান, ‘ ভারতের সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা নিয়ে আমার প্রশ্ন বহু বছর ধরে। একজন সাংবাদিকতার ছাত্র হিসেবে যদি বলি তারা মানসম্মত সাংবাদিকতা খুব কমই করে। বিশেষ করে যখন তাদের জাতীয় স্বার্থের ব্যাপার থাকে বা বাংলাদেশ সংক্রান্ত কোনো ব্যাপার থাকে সেই জায়গায় তারা সাংবাদিকতা করে না। তারা এক ধরণের অ্যাক্টিভিজম করে। অপপ্রচার চালায়। সেটিই এখন চলছে। তবে এর প্রভাব বাংলাদেশে খুব একটা পরে বলে আমি মনে করি না।’

নাজমুল আশরাফ আরও বলেন, মানুষকে সচেতন করার মূল দায়িত্ব গণমাধ্যমের। অন্যান্য মাধ্যমের উপর আশা করে লাভ নাই। কারণ অন্যান্য মাধ্যম এই মাধ্যমেরই অংশ। তারাই দায়ী এই ধরণের অপপ্রচারের জন্য। ফলে দায়িত্বশীল গণমাধ্যম যদি আরও বেশি সক্রিয় হয় মানুষকে এ ধরণের অপতথ্যের হাত থেকে রক্ষা করতে পারবে। ক্ষতি থেকে রক্ষা করতে পারবে।

মুমু

×