ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

রায়পুরে মন্দিরে ভাঙচুর: ছাত্রদলের সহযোগিতায় আসামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬:৪৫, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ০৬:৫০, ১৫ মার্চ ২০২৫

রায়পুরে মন্দিরে ভাঙচুর: ছাত্রদলের সহযোগিতায় আসামী গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে উপজেলা শহরের মুড়িহাটা এলাকার শ্রী শ্রী মহামায়া মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শেষ করে পুরোহিত চলে যান। পরে রাতে এসে মন্দিরের ভেতর ভাঙাচোরা প্রতিমা দেখতে পেয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জানান। মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে কাপড় বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভেঙে চলে যান। এ ঘটনায় থানায় মামলার করা হয়।
পরবর্তীতে রায়পুর উপজেলা ইউনিয়ন ছাত্রদলের সহযোগিতায় পুলিশের অভিযানে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

মুমু

আরো পড়ুন  

×