ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ধর্ষণকাণ্ডে শীর্ষে ভারত, তাই বাংলাদেশের ধর্ষণ নিয়ে মিডিয়ায় কনটেন্ট নেই

প্রকাশিত: ০৬:০৭, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ০৬:০৮, ১৫ মার্চ ২০২৫

ধর্ষণকাণ্ডে শীর্ষে ভারত, তাই বাংলাদেশের ধর্ষণ নিয়ে মিডিয়ায় কনটেন্ট নেই

ছবিঃ সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমের নিউজ কন্টেন্ট বেসরকারি একটি চ্যানেলের টকশোতে কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের সহযোগী অধ্যাপক স্নিগ্ধা রেজওয়ানা।

উপস্থাপকের প্রশ্ন ছিল, অনেকেই ভুয়া খবর বেশ আনন্দে শেয়ার করে বিভিন্ন স্লোগান দিয়ে, আসলে তাদের টার্গেটটা কী এইসব ভুয়া উদ্দীপক নিউজের ক্ষেত্রে?

উত্তরে স্নিগ্ধা রেজওয়ানা বলেন, আমাদের যে গণমাধ্যমগুলো আছে তারা এমন মুখরোচক সংবাদ দিতে পছন্দ করে যা দর্শকদের কান শুনতে চায়। এর মাধ্যমে ভালো রিচ পাওয়া যায়। 

সেই সাথে ভারতীয় গণমাধ্যমে যেই ভুয়া সংবাদগুলো প্রচার করা হয়, সেটিও তাদের দর্শক কী শুনতে চায়, দর্শকের সাইকো সোশ্যাল এটিটিউডের মাধ্যমে সেই ধরনের কন্টেন্ট দেয়া হয়। এখানে গ্রহণযোগ্যতা পরে, আগে আসে দর্শকের কান কী শুনতে চায় আর রিচ কীভাবে বাড়ানো যায়। 

বর্তমান সময়ে বাংলাদেশে যা ঘটছে, ভারতীয় গণমাধ্যমগুলো যদি আসলে সৎ হতো, তাহলে গল্পটা অনেক গ্রহণযোগ্য হতো৷ নারী হেনস্তার ঘটনা তুলে না ধরে ভারতীয় গণমাধ্যম বিভিন্ন ষড়যন্ত্র নিয়ে কথা বলে। কারণ ভারতে এত ভয়াবহ পরিমাণের ধর্ষণকাণ্ড আছে, যা বাংলাদেশের নারী হেনস্তার ঘটনা ভারতীয় পুরুষ দর্শকের জন্য আরামপ্রিয় হবে না।

 

সূত্রঃ https://youtu.be/ruLx2TkHJb4?si=ox8gIdcqZKggpq5l

রিফাত

×