
ছবিঃ সংগৃহীত
বর্তমান ডিজিটাল যুগে প্রতিটি মানুষের জন্য নিউজ লিটারেসি (সংবাদ সচেতনতা) অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন এএফপির ফ্যাক্ট-চেক এডিটর কদরুদ্দিন শিশির।
চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন "ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্তকণ্ঠ" অনুষ্ঠানে "গুজব ও অপপ্রচার—কার লাভ, কার ক্ষতি?" শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ।
কদরুদ্দিন শিশির বলেন, "ডিজিটাল যুগে তথ্য শুধু সাংবাদিকদের মাধ্যমেই ছড়ায় না, সাধারণ নাগরিকদের মাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে। এই বাস্তবতায় প্রতিটি মানুষই এক অর্থে সাংবাদিক বা প্রকাশকের ভূমিকা পালন করছে। ফলে প্রতিটি মানুষেরই ডিজিটাল লিটারেসি এবং নিউজ লিটারেসি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
তিনি আরও বলেন, "বর্তমানে সরকার ও বেসরকারি পর্যায়ে জাতীয় পর্যায়ে 'মিডিয়া লিটারেসি ক্যাম্পেইন' চালানোর প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। আমি মনে করি, সরকার, গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও এনজিওগুলো মিলে একটি জাতীয় সচেতনতা কর্মসূচি নিতে পারে। এটি হতে পারে এক সপ্তাহব্যাপী বা ১০ দিনের একটি প্রোগ্রাম, যেখানে সংবাদ সচেতনতা বৃদ্ধির জন্য ২-৫ ঘণ্টার সংক্ষিপ্ত কোর্স আয়োজন করা যেতে পারে।"
তিনি আরও বলেন, "এই ধরনের কর্মসূচি সরকারের সহায়তায় বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজন করা সম্ভব। পাশাপাশি গণমাধ্যমগুলোও তাদের নিজস্ব উদ্যোগে নির্দিষ্ট কনটেন্ট তৈরি করে সপ্তাহব্যাপী প্রচার করতে পারে। যদি জাতীয় পর্যায়ে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা না হয়, তাহলে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে লড়াই কঠিন হয়ে যাবে। আমরা যদি সত্যিকারের মুক্ত মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করতে চাই, তবে আমাদের তথ্যের দায়িত্বশীল ব্যবহারের বিষয়টিও নিশ্চিত করতে হবে।"
অনুষ্ঠানে আলোচকরা গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ইমরান