ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

রাজনৈতিক কারণে অপরাধ বাড়ছে: নাজমুল আশরাফ

প্রকাশিত: ০৩:৩৯, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ০৩:৪১, ১৫ মার্চ ২০২৫

রাজনৈতিক কারণে অপরাধ বাড়ছে: নাজমুল আশরাফ

ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতার ফলে দেশে অপরাধের মাত্রা বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ।

চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন "ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্তকণ্ঠ" অনুষ্ঠানে "গুজব ও অপপ্রচার—কার লাভ, কার ক্ষতি?" শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এএফপির ফ্যাক্ট-চেক এডিটর কদরুদ্দিন শিশির।

নাজমুল আশরাফ বলেন, "বর্তমানে রাজনৈতিক কারণে অপরাধের হার বেড়েছে। আমরা একটি রেজিম পরিবর্তনের মধ্য দিয়ে গেছি, যা অভ্যুত্থানের মাধ্যমে ঘটেছে। এখনকার পরিস্থিতিতে আমরা নতুন এক বাস্তবতায় বসবাস করছি। এই পরিবর্তনের ফলে যারা রাজনৈতিকভাবে পরাস্ত হয়েছেন, তারা এক ধরনের অপতৎপরতায় লিপ্ত। অন্যদিকে, যারা এই অভ্যুত্থানের ফলে ক্ষমতায় এসেছেন বা উত্থান দেখেছেন, তাদের মধ্যেও রাজনৈতিক, ধর্মীয় বা সাংস্কৃতিক বিশ্বাসের বিকৃত উপস্থাপন দেখা যাচ্ছে।"

তিনি আরও বলেন, "সব মিলিয়ে আমরা এখন এক চরম নৈরাজ্যকর তথ্য-অপচর্চার যুগে বাস করছি। তবে এর সমাধান অবশ্যই আছে। শিশির ভাই নিশ্চয়ই ব্যাখ্যা করবেন, কীভাবে সত্য যাচাই করা যায় এবং মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করা যায়। পাশাপাশি এই ক্ষেত্রে সরকার, গণমাধ্যম এবং দায়িত্বশীল ব্যক্তিদের কী ভূমিকা রাখা উচিত, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়।"

অনুষ্ঠানে গুজব ও অপপ্রচারের ফলে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা এবং এর প্রতিরোধে করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=ycTK3doDayY

ইমরান

×