ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ঐতিহাসিক এক ইফতারের সাক্ষী হলো গোটা পৃথিবী

প্রকাশিত: ০৩:২১, ১৫ মার্চ ২০২৫

ঐতিহাসিক এক ইফতারের সাক্ষী হলো গোটা পৃথিবী

ছবি: সংগৃহীত

নিজ দেশে নির্মম নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা মানবিক বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। দীর্ঘ সাত বছর ধরে ক্যাম্পবন্দি জীবন কাটানো এসব শরণার্থী বয়ে বেড়াচ্ছেন দুঃসহ স্মৃতি। অন্যদিকে, বাংলাদেশের জন্য এই সংকট ক্রমেই একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠছে। ঠিক এমন সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আগমন রোহিঙ্গাদের মনে নতুন আশার সঞ্চার করেছে।

শুক্রবার দুপুর সোয়া দুইটায় কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন জাতিসংঘ মহাসচিব। প্রথমেই তিনি লার্নিং সেন্টারে গিয়ে শরণার্থী শিশু ও নারীদের কথা শোনেন এবং তাদের দুর্দশার চিত্র নিজের চোখে দেখেন। এরপর তিনি রোহিঙ্গা কালচারাল সেন্টার ঘুরে দেখেন ও আকস্মিকভাবে রোহিঙ্গাদের ঘর পরিদর্শন করেন। সেখানে তিনি শরণার্থীদের মানবেতর জীবনযাপনের বাস্তব চিত্র প্রত্যক্ষ করেন।

বিকেল পৌনে চারটার দিকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে গুতেরেস বলেন, রোহিঙ্গাদের খাদ্য সহায়তা যেন কোনোভাবেই সংকুচিত না হয়, সে বিষয়ে তিনি বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করবেন। তিনি আরও বলেন, রোহিঙ্গারা তাদের মাতৃভূমিতে ফিরতে চায়, যা তাদের ন্যায্য অধিকার। তবে মিয়ানমারে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা জরুরি এবং এর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিতে হবে।

পরিদর্শন শেষে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের উৎপাদিত বিভিন্ন পণ্য ঘুরে দেখেন এবং তরুণ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এরপর কক্সবাজার শহরের কার্যক্রম শেষ করে তিনি বালুখালী ক্যাম্পে পৌঁছান, যেখানে তার সঙ্গে যুক্ত হন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস।

সন্ধ্যায় এক লাখের বেশি রোহিঙ্গাকে নিয়ে আয়োজিত বিশাল ইফতার মাহফিল গোটা বিশ্বকে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী করায়। জাতিসংঘ মহাসচিব ও ড. মোহাম্মদ ইউনুস এই ইফতারে অংশ নিয়ে রোহিঙ্গাদের অধিকারের পক্ষে সোচ্চার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়া রোহিঙ্গারা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে রাখাইনে পরিচালিত গণহত্যার বিচারের দাবি জানান।

এই বিশাল ইফতার আয়োজন শুধু রোহিঙ্গাদের জন্যই নয়, বরং গোটা বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছে। শরণার্থী সংকট সমাধানে এটি যেন এক আশার আলো দেখানোর প্রতীক হয়ে উঠেছে।

ভিডিও দেখুন: https://youtu.be/a0WsQdH3C6o?si=UzxyDtoEZGbEOz5z

এম.কে.

×