ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ক্লিনিক মালিকের সাথে নার্সের ঘটনা তলিয়ে দেখা উচিৎ: মোস্তফা ফিরোজ

প্রকাশিত: ০০:৪৮, ১৫ মার্চ ২০২৫

ক্লিনিক মালিকের সাথে নার্সের ঘটনা তলিয়ে দেখা উচিৎ: মোস্তফা ফিরোজ

ছবিঃ সংগৃহীত

সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ তার একটি ভিডিও বার্তায় মাদারীপুরে নার্সকে ধর্ষণের দায়ে ক্লিনিকের মালিক গ্রেপ্তার নিয়ে কথা বলেছেন।

তিনি বলেন, বাংলাদেশ বোধহয় ধর্ষণ মহামারির কবলে পরে গেছে৷ আছিয়ার ঘটনার পর প্রতিদিনই আরো বিভিন্ন ঘটনা সামনে আসছে। 

এর মধ্যে একটি ঘটনা সামনে এসেছে, নার্সকে তুলে নিয়ে ধর্ষণ, ক্লিনিকের মালিক গ্রেপ্তার। এটা বড় একটা ঘটনা, নার্সকে তুলে নিয়ে গিয়ে ক্লিনিকের মালিক ধর্ষণ করেছে। 

ঘটনাটি ঘটেছে মাদারীপুরের শিবচরে। শিবচরের ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদ (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে শিবচরের বাহাদুরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। 

আপেল মাহমুদের বিরুদ্ধে এর আগেও শিশু ধর্ষণ চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ আছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিবচর ইউনাইটেড হাসপাতালে কর্মরত একজন নার্সকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিতেন মালিক আপেল মাহমুদ। তার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গত বছরের ২০ ডিসেম্বর ওই নার্স হাসপাতালে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে একটি মাইক্রোবাসে তাকে তুলে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে কক্সবাজার নিয়ে যান আপেল মাহমুদ। সেখানে একটি আবাসিক হোটেলে তাকে তিনদিন আটকে রেখে ধর্ষণ করেন তিনি। 

মোস্তফ ফিরোজ বলেন, আমার মনে হয় এই খবরে একটি ঘাপলা আছে। ৩ দিন একটি আবাসিক হোটেল রাখার পরেও ওই নারী কোন চিৎকার করেনি, চেষ্টা করলে হয়তো হোটেল মালিকরা সুযোগ পেত বাঁচানোর। 

আমার মনে হয়, এখন যেহেতু ধর্ষণ বিরোধী এখন যে জোয়ার আছে, সেইটার সুযোগ নেয়ার চেষ্টা করছে অনেকে। কারণ আইন কঠোর হচ্ছে, পুলিশও ঘটনা জানার পরপরই আ্যকশন নিচ্ছে। আমার ধারণা এখানে একটি পারস্পরিক সম্পর্ক ছিল। 

তারপরে জানা গেছে, পরে ২৫ ডিসেম্বর তাকে শিবচর এনে একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে ভুয়া বিয়ের নথি তৈরি করে ওই নার্সকে ছেড়ে দেন আপেল মাহমুদ। আমার ধারণা এখন কোন কিছু নিয়ে বনিবনা হচ্ছে না, তাই নার্স এখন এই মামলা করেছে। 

এই ঘটনা ভালো করে তদন্ত করা উচিত। কারণ এই আইনের সুযোগ নেয়ার চেষ্টা করবে অনেকে এখন ধর্ষণ বিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে।

 

সূত্রঃ https://youtu.be/-MWLt3HHK1o?si=NrnNR_erUtuuKqvt

রিফাত

×