ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

বাড়ি পুড়িয়ে লাভ নেই মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করো: মোস্তফা ফিরোজ

প্রকাশিত: ০০:৩৬, ১৫ মার্চ ২০২৫

বাড়ি পুড়িয়ে লাভ নেই মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করো: মোস্তফা ফিরোজ

ছবি: সংগৃহীত

সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ তার একটি ভিডিও বার্তায় দেশের জনগণকে সমাজের অবক্ষয় রোধে সচেতন হতে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, "মাগুরার আছিয়া হত্যাকাণ্ড আমাদের সকলকে গভীরভাবে স্পর্শ করেছে। আমরা বাচ্চাটিকে বাঁচাতে পারিনি, কারণ সে বাঁচার মতো অবস্থায় ছিল না। এই ঘটনার জন্য সমাজ, পরিবার এবং আমাদের ভুল দৃষ্টিভঙ্গি দায়ী। আমাদের পরিবারগুলোর মধ্যে চরম অবক্ষয় ঢুকে পড়েছে, যা সমাজে ছড়িয়ে পড়েছে।"

মোস্তফা ফিরোজ আরও বলেন, "আছিয়া মৃত্যুর পর তার জানাজার পর যা ঘটেছে, তা শুধুমাত্র ক্ষোভের বহিঃপ্রকাশ। ধর্ষকের বাড়ি পুড়িয়ে কোন লাভ হবে না। এর পরিবর্তে আমাদের সকলকে একত্রিত হয়ে মানবিক মূল্যবোধ এবং বিবেকের জাগরণ ঘটাতে হবে। বাচ্চাদের, নারীদের, শিশুদের সম্মান এবং নিরাপত্তা রক্ষা করতে আমাদের শক্তি ও মনোভাব পরিবর্তন করতে হবে।"

তিনি আরও উল্লেখ করেন, "দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে যে, আছিয়ার মতো আর কোন শিশুর, নারী বা কিশোরী যেন এমন অমানবিক ঘটনার শিকার না হয়। আমাদের সকলের উচিত এই শপথ নেওয়া যে, আগামীতে আমরা সবার সম্মান ও নিরাপত্তা রক্ষা করব এবং মানবিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করব।"

মোস্তফা ফিরোজ ভিডিওটির শেষে বলেন, "আজকের এই শোক, ক্ষোভ এবং ভালোবাসা যদি সমাজে পরিবর্তন আনে, তবে আছিয়ার মৃত্যু বিফলে যাবে না। আমরা যেন এই অনুভূতি নিয়ে সামনে এগিয়ে যাই এবং আছিয়ার মতো আর কোন অকাল মৃত্যুর সাক্ষী না হই।"

ভিডিও দেখুন: https://youtu.be/UK9EJ0FY6K0?si=iPdLmebCOUgc-Tgj

এম.কে.

×