
এডভোকেট ফজলুর রহমান
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরেন।
তিনি বলেন, "২৫ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলে পুরো দেশ অন্ধকারে নিমজ্জিত হয়। তখন বাঙালির সামনে কোনো পথ খোলা ছিল না। চারদিকে ধ্বংসযজ্ঞ চলছিল, কেউ কিছু বলতে পারছিল না। কিন্তু ২৬ মার্চ জাতির প্রতিটি মানুষ প্রতিরোধ গড়ে তোলে— কেউ লাঠি, কেউ খুন্তি, কেউ দোনালা বন্দুক হাতে নিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আর যুদ্ধে নামে সেনাবাহিনী। এটি সেই সেনাবাহিনী যিনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন"
তিনি আরও বলেন, "সেই সেনাবাহিনীই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়। এই ঘোষণার সঙ্গে যে নামটি গৌরবের সঙ্গে যুক্ত, তিনি মেজর জিয়াউর রহমান।"
ফজলুর রহমান দাবি করেন, মেজর জিয়াউর রহমানই সেদিন মুক্তিযুদ্ধের ঘোষণা দেন। সে সময় অনেকে মেজর জিয়াকে প্রশ্ন করেছিলেন, তার কি এই ঘোষণা দেওয়ার অনুমোদন ছিল? উত্তরে তিনি বলেছিলেন, "Yes, I, Major Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh on behalf of our great national leader Bangabandhu Sheikh Mujibur Rahman."
তিনি বলেন, "এই ঘোষণার মাধ্যমে মানুষ জানতে পারে যে দেশে যুদ্ধ শুরু হয়েছে এবং সেনাবাহিনী এতে যোগ দিচ্ছে। এরপর মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেজর জেনারেল শফিউল্লাহ, খালেদ মোশাররফ, সি আর দত্ত, মীর শওকত আলী, কর্নেল তাহের, মেজর মঞ্জুর, কাজী নুরুজ্জামান ও মেজর জলিল। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সেক্টরভিত্তিক যুদ্ধ শুরু হয় এবং দীর্ঘ নয় মাসের সংগ্রামের পর দেশ স্বাধীন হয়।"
সূত্র : https://www.youtube.com/watch?v=i2Eu-v0cj08
সায়মা ইসলাম