ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

শিশু আছিয়ার মৃত্যুর পর সাংবাদিকদের উদ্দেশে যে প্রশ্ন ছুঁড়ে দিলেন মির্জা আব্বাস

প্রকাশিত: ২২:৪৩, ১৪ মার্চ ২০২৫; আপডেট: ২২:৪৩, ১৪ মার্চ ২০২৫

শিশু আছিয়ার মৃত্যুর পর সাংবাদিকদের উদ্দেশে যে প্রশ্ন ছুঁড়ে দিলেন মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

আছিয়ার মত নির্মম নারী নির্যাতনের ঘটনা ঘটলেও তা গণমাধ্যমে প্রকাশিত হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (১৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেগুনবাগিচা কার্যালয়ে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শিশু আছিয়ার মৃত্যুতে তীব্র নিন্দা জানান। এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশে বিভিন্ন প্রশ্ন করেন।

মির্জা আব্বাস বলেন, 'এরকম আছিয়া কি বাংলাদেশে আর নাই? কিংবা এই আছিয়ার চাইতে করুণ আর কোনো ঘটনা নাই?'

বিএনপি নেতা মির্জা আব্বাস তনু ধর্ষণ ও হত্যা, মুনিয়াসহ বাংলাদেশে আরও নারীরা যে ধর্ষণের শিকার হচ্ছে, তা উল্লেখ করে সাংবাদিকদের প্রশ্ন করেন, 'আপনারা লিখছেন না কেন?'

 

সূত্র: https://tinyurl.com/3vf2dbhv

রাকিব

আরো পড়ুন  

×