
ছবিঃ সংগৃহীত
সম্প্রতি এক বক্তব্যে শহিদুল আলম বলেছেন, "এখানে আবু সাইদ মারা গিয়েছেন, এখানে এতোগুলো মানুষ মারা গিয়েছেন, প্রাণ দিয়েছেন এবং তাদের ত্যাগের কারণে আমরা যা কিছু পেয়েছি, তবে এটি বারবার হতে হবে কেন? একেক সময় একেক সরকার ক্ষমতা দখল করতে এসে আমাদের রাস্তায় নামাতে চায়, আবার প্রাণ দিতে হবে—এটা কি সঠিক? আমরা জনগণের অধিকার আদায়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। আরেকবার যাতে আবু সাইদের মতো ছেলেমেয়েদের প্রাণ না দিতে হয় সে ব্যবস্থা করতেই হবে"
তিনি আরও বলেন, "আমরা যা কিছু বলি, জামায়াত কখনো ৭১-এর ভূমিকা অস্বীকার করতে পারবে না। তাদের রাজনৈতিক অবস্থান বোঝানো ঠিক, কিন্তু ৭১-এর অন্যায় থেকে পালানো সম্ভব নয়। আওয়ামী লীগও ২০২৪-এর ঘটনাগুলো থেকে পালাতে পারবে না। এটি তাদের মেনে নিতে হবে, এবং আজীবন একটি কলঙ্ক হিসেবে থাকবে।"
মারিয়া