
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সমুদ্রবন্দর ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের জন্য উপকারী হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার দুপুরে কক্সবাজারে বিআইএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের জনগণ সৌভাগ্যবান, কারণ তারা সমুদ্রপথের সুবিধা ভোগ করতে পারে, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, নেপাল ও ভারতের সেভেন সিস্টারস রাজ্যগুলোর সমুদ্রবন্দর নেই। পারস্পরিক সুবিধার্থে বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করলে এই অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।”
তিনি আরও বলেন, "ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশসহ সংশ্লিষ্ট সকল দেশের উন্নয়নের সুযোগ তৈরি হবে এবং জনগণের জীবনমান উন্নত হবে।"
এদিন, মতবিনিময় সভার আগে অধ্যাপক ইউনূস কক্সবাজার বিমানবন্দরের চলমান নির্মাণকাজ ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন। তিনি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
আবীর