
ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন স্থানে শিশু আছিয়ার গায়েবানা জানাজা ও প্রতীকী কফিন মিছিল করেছে শিক্ষার্থী ও সাধারণ জনতা। আজ শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজ শেষে নাটোর শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে গায়েবানা জানাজা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় দোষীরা কারাগারেই রয়েছে জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে এ ঘটনার বিচার নিশ্চিতের দাবি জানায় শিক্ষার্থী ও বক্তারা। অন্যথার সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তারা।
এছাড়া হবিগঞ্জেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একই কর্মসূচি পালিত হয়েছে। শহরের কোর্ট মসজিদের সামনে গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করে তারা। পরে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।
এছাড়া রাজশাহীতে তারেক জিয়া পরিষদের উদ্যোগেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সূত্র: https://tinyurl.com/yc2fr89v
রাকিব