ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

‘রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চায়’

প্রকাশিত: ২০:১৩, ১৪ মার্চ ২০২৫; আপডেট: ২০:১৬, ১৪ মার্চ ২০২৫

‘রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চায়’

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন বাংলাদেশ সফরত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে তারা বাংলাদেশ বিমানযোগে কক্সবাজারে পৌঁছান।

জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যান। সেখানে তিনি রোহিঙ্গাদের ঘিরে বিভিন্ন প্রতিষ্ঠান ও তাদের কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় রোহিঙ্গা শিক্ষার্থী ও তাদের নেতারা মিয়ানমারে ফিরে যেতে এবং সেখানে রোহিঙ্গা গণহত্যার বিচার চেয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে মিনতি জানায়।

এছাড়া খাবার বিল কমানোসহ টেকসই প্রত্যাবাসনের বিষয়েও সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন তারা।

জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা লার্নিং সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। শেষে ১ লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব।

 

সূত্র: https://tinyurl.com/42nmjh2t

রাকিব

×