
ছবি: সংগৃহীত
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়ায় এই ইফতারের আয়োজন করা হয়।
ইফতারের আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের মহাসচিব। এসময় রোহিঙ্গা শিক্ষার্থী ও তাদের নেতারা মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার বিচার ও নিজ দেশে ফিরে যেতে জাতিসংঘ মহাসচিবের কাছে মিনতি জানান।
এছাড়া খাবার বিল কমানোসহ টেকসই প্রত্যাবাসনের বিষয়েও সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন তারা।
প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেন। ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে ঢাকার উদ্দেশে রওনা দেন।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বহনকারী বাংলাদেশে বিমানের ফ্লাইটটি শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৪৮ মিনিটে কক্সবাজারে পৌঁছে।
সূত্র: https://tinyurl.com/4ruxyhk5
রাকিব