
ছবি: সংগৃহীত
কমলাপুর রেলস্টেশনে টিকিট জালিয়াতি ও যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। এক ভুক্তভোগী যাত্রী জানান, স্টেশনের কাউন্টারে গিয়ে টিকিট না পাওয়ার কথা শুনলেও পরে স্টেশনের এক ব্যক্তির মাধ্যমে অতিরিক্ত টাকায় টিকিট সংগ্রহের প্রস্তাব পান।
ভুক্তভোগীর ভাষ্যমতে, ওই ব্যক্তি এক হাজার টাকা নেন এবং ৪৭০ টাকার টিকিট দেওয়ার কথা বলে শায়েস্তাগঞ্জের একটি টিকিট দেন। অথচ যাত্রীটি সিলেটের টিকিট চেয়েছিলেন। টিকিটের গায়ে ৪৭০ টাকা লেখা থাকলেও তাকে মাত্র ১০০ টাকা ফেরত দেওয়া হয়।
এ বিষয়ে যাত্রীদের অভিযোগ, স্টেশনের অভ্যন্তরে এমন অনিয়ম ও দালালচক্র কীভাবে সক্রিয় থাকে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীরা রেলওয়ে কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ ও দালালমুক্ত স্টেশনের দাবি জানিয়েছেন।
আবীর