ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ঈদ বোনাসসহ ১৪ দফা দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ১৬:১২, ১৪ মার্চ ২০২৫; আপডেট: ১৬:১৪, ১৪ মার্চ ২০২৫

ঈদ বোনাসসহ ১৪ দফা দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

ঈদ বোনাস ও ২৫ শতাংশ উৎপাদন বোনাসসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে এ বিক্ষোভ শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিপাড়া এলাকায় ইসমক্স সোয়েটার কারখানার শ্রমিকেরা সকাল ৮টায় কাজে যোগ না দিয়ে ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। এরপর তারা বিক্ষোভ মিছিল করে ঢাকাময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

আন্দোলনরত একজন শ্রমিক জানান, 'আমরা এই অফিসে আজকে আট বছর ধরে চাকরি করি। কোনো ঈদ বোনাস ভালো পাই না, কাজের রেট ভালো পাই না, প্রোডাকশনের রেট ভালো পাই না। আমদের দাবির একটা হইল, পাঁচ টার পর থেকে আমরা ওভারটাইম চাই।'

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ দিন কাজ করলেও ওভার টাইম বিল, নাইট বিল, মাতৃকালীন ছুটি, বাৎসরিক টাকা পান না তারা। এছাড়া তাদের প্রোডাকশন রেট সঠিকভাবে দেওয়া হয় না। এ অবস্থায় ঈদ বোনাস, ওভারটাইম বিল, জিএমের পদত্যাগসহ ১৪ দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন তারা।

শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে যানজট কমে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

 

সূত্র: https://tinyurl.com/rp75afvj

রাকিব

×