ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের মিছিল

প্রকাশিত: ১৬:১১, ১৪ মার্চ ২০২৫

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের মিছিল

ছ‌বি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ জুমার নামাজের পর ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন— "আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই", "ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই", "আমার বোন কবরে, খুনি কেন বাহিরে", "তুমি কে, আমি কে? আছিয়া, আছিয়া!"

বিক্ষোভকে ঘিরে বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপুলসংখ্যক পুলিশ, ডিবি ও র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। একই সঙ্গে একটি প্রিজন ভ্যানও প্রস্তুত রাখা হয়েছে।

বিক্ষোভকারীরা দাবি করেন, দেশে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে, যা প্রতিরোধে দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার আহ্বান জানান।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে প্রস্তুত।

আবীর

×