ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

বায়তুল মোকাররম এলাকায় কড়া নিরাপত্তা, খেলাফত মজলিসের বিক্ষোভ

প্রকাশিত: ১৫:৫০, ১৪ মার্চ ২০২৫

বায়তুল মোকাররম এলাকায় কড়া নিরাপত্তা, খেলাফত মজলিসের বিক্ষোভ

ছ‌বি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর পাশে আজ কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পুলিশ, ডিবি এবং র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে।

এছাড়া, একটি প্রিজন ভ্যানও প্রস্তুত রাখা হয়েছে। বিক্ষোভকারীরা সমাবেশ শেষে মিছিল করার পরিকল্পনা করেছেন।

গতকাল ধর্ষণের শিকার আছিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর বিভিন্ন সংগঠন বিক্ষোভ করে। এরই ধারাবাহিকতায় আজকের বিক্ষোভে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুরানা পল্টনসহ আশপাশের এলাকাতেও বাড়তি পুলিশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

আবীর

×