ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

সরকার নিরপেক্ষতা বজায় রাখছে, ছাত্রদের হয়ে কাজ করছে না: শফিকুল আলম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ১৪ মার্চ ২০২৫; আপডেট: ১৩:৫৮, ১৪ মার্চ ২০২৫

সরকার নিরপেক্ষতা বজায় রাখছে, ছাত্রদের হয়ে কাজ করছে না: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদের হয়ে কাজ করছে না। বরং নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে। ছাত্ররা তাদের মতো রাজনীতি করছে। জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) একটি বেসরকারি টেলভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। 

তিনি বলেন, ‘এ পর্যন্ত আপনারা যা দেখেছেন, আমরা কি ছাত্রদের হয়ে কাজ করেছি? আমরা আমাদের মতো নিরপেক্ষতা বজায় রাখছি৷ স্পষ্টভাবে রাখছি। ছাত্ররা তাদের মতো রাজনীতি করছে করুক। এমনকি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেট মেম্বারদের মধ্যে তিন জন ছাত্র ছিলেন। যার মধ্যে একজন চলেও গেছেন। ড. ইউনূসের একটি স্পষ্ট বক্তব্য হচ্ছে, তুমি যদি ছাত্রদের সাথে যাও তাহলে তোমার এই ক্যাবিনেটে থাকার দরকার নেই।’

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যেসব মন্ত্রণালয় আছে, তাদের অধীনে আবার যেসব ইন্সটিটউশন আছে যেমন,স্থানীয় সরকার, সেখানে যে পদগুলো আছে সেখানে তারা তাদের পছন্দের কাউকে দায়িত্ব দিতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে  শফিকুল আলম বলেন, ‘না। এরকম অভিযোগের সত্যতা নেই। সেই লোককেই নিয়োগ দেয়া হচ্ছে যাকে সরকার মনে করছে যে সে যোগ্য। এর বাইরে না। এখানে তার দক্ষতাকেই গুরুত্ব দেয়া হচ্ছে।’

মুমু

×