ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

সারজিস আলম

আজ থেকে বাংলাদেশে ধর্ষণ চিরতরে শেষ হয়ে যায় এ ব্যবস্থাই দেখতে চাই

প্রকাশিত: ১২:৩৯, ১৪ মার্চ ২০২৫

আজ থেকে বাংলাদেশে ধর্ষণ চিরতরে শেষ হয়ে যায় এ ব্যবস্থাই দেখতে চাই

ছবিঃ সংগৃহীত

একটি আবেগপ্রবণ বক্তব্যে সারজিস আলম আছিয়া ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করার পর দ্রুত বিচার কার্যক্রমের জন্য দৃঢ়ভাবে আহ্বান জানিয়ে বলেন, আজকে থেকে ধর্ষণ যেন চিরতরে বাংলাদেশে শেষ হয়ে যায় সে ব্যবস্থাই দেখতে চাই।  অপরাধীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে এবং ৯০ দিনের মধ্যে সেই শাস্তি কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সাহায্য করে।

এছাড়া সারজিস আলম বিগত সরকারের আমলে বাংলাদেশে বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা এবং নানা ধরনের হস্তক্ষেপের কথা তুলে ধরে বলেন, "যদি ৫-১০ বছর আগে আমাদের বোন আছিয়ার মতো ধর্ষণের শিকারদের বিচার হতো, তবে হয়তো আমাদের বোনকে আজ হারাতে হতো না।" 

তিনি আরও বলেন, "আমরা আমাদের এই বিচার ব্যবস্থায় নানারকম হস্তক্ষেপ দেখেছি, দীর্ঘসূত্রিতা দেখেছি। আমরা সামগ্রিকভাবে একটি দেশে যেরকম বিচারব্যবস্থা থাকা দরকার সেটি দেখিনি। এখন সময় হয়েছে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি মৃত্যুদন্ড সেটা নিশ্চিত করা। এর মধ্যে দিয়ে আগামীর বাংলাদেশে যেন আমার আর কোন বোনকে হারাতে না হয় এটা নিশ্চিত করা, এটা না পারলে এবার আমরা দিনশেষে ব্যর্থ হয়ে যাবো।"

 

 তথ্যসূত্রঃ https://youtu.be/lFbHvma6cEc?si=wa077s4XJc5fISvC

 

মারিয়া

×