
ছবি:সংগৃহীত
বাংলাদেশ কোস্ট গার্ড রমজানে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করছে। গেল এক মাসে সংস্থাটি ১০৮৫টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান পরিচালনা করেছে।
সোমবার (১০ মার্চ) সরেজমিনে দেখা যায়, ঢাকা-চাঁদপুর-বরিশাল এবং চট্টগ্রাম নৌরুটে যাত্রী ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড কাজ করছে। এর ফলে যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারছেন, এবং নৌযানে চুরি বা ডাকাতির ঘটনা প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।
কোস্ট গার্ডের ঢাকা জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার তাকিউল আহসান জানান, রমজান মাসে ভাসমান গুদাম স্থাপন করে কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে নিয়মিত অভিযান চলছে। বিশেষ করে, লাইটার এবং অন্যান্য নৌযানে রাত্রিকালীন বিশেষ টহল টিম মোতায়েন করা হয়েছে।
এছাড়া, সুন্দরবন এবং সেন্ট মার্টিনের ট্যুরিস্ট জাহাজের নিরাপত্তাও নিশ্চিত করছে কোস্ট গার্ড। পাশাপাশি, বহিঃনোঙ্গরে চুরি, চাঁদাবাজি এবং মাদক পাচার রোধে বছরব্যাপী অভিযান অব্যাহত রয়েছে।
কোস্ট গার্ডের দাবি, এই উদ্যোগগুলোর মাধ্যমে রমজানে ভোজ্য তেলসহ অন্যান্য নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে এবং দেশের অর্থনৈতিক গতিশীলতা বজায় থাকবে।
আঁখি