ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

এবার বান্ধবী জাকিয়া তাজিনের দুর্নীতিতে ফাঁসলেন সালমান এফ রহমান

প্রকাশিত: ১২:০৮, ১৪ মার্চ ২০২৫

এবার বান্ধবী জাকিয়া তাজিনের দুর্নীতিতে ফাঁসলেন সালমান এফ রহমান

ছবিঃ সংগৃহীত

জুলাই গণহত্যার অন্যতম নির্দেশদাতা হিসেবে গেলো কয়েকমাস ধরে আদালতের বারান্দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান, এবার তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করলো দুর্নীতি দমন কমিশন। এই মামলা জাকিয়া তাজিন, ইনডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেডের সাবেক এমডি, যিনি সালমান এফ রহমানের ঘনিষ্ঠজন, তার প্রতিষ্ঠান থেকে ঋণের অর্থলোপাটের সাথে সম্পর্কিত।

দুদক ১৯০ কোটি টাকার মানি লন্ডারিং এবং ৩৩ কোটি টাকার আর্থসাৎ এর প্রমাণ পেয়েছে। সালমান এফ রহমান, তার ছেলে, ভাতিজা এবং আরও ১৯ জন এই দুইটি পৃথক মামলায় আসামি হয়েছেন।

তথ্যসূত্রঃ https://youtu.be/4bhpGrn_uwo?si=4hym_8Fnsvks8Wov

মারিয়া

×