ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

হুম্মাম কাদের

শাপলাচত্বরে ঘটনার সময় শতশত মুসল্লিদের হত্যা করা হলো কেউ আওয়াজ তুললো না

প্রকাশিত: ১১:১২, ১৪ মার্চ ২০২৫

শাপলাচত্বরে ঘটনার সময় শতশত মুসল্লিদের হত্যা করা হলো কেউ আওয়াজ তুললো না

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি এক বিবৃতিতে হুম্মাম কাদের শাপলাচত্বরের ভয়াবহ ঘটনার কথা উল্লেখ করেন, যেখানে শত শত মুসল্লিকে হত্যা করা হয়। তিনি হতাশা প্রকাশ করেন যে, শাপলাচত্বর ঘটনার সময় যখন শতশত মুসল্লিদেরকে হত্যা করা হলো, তখন কেউ আওয়াজ তুললো না। কাদের বলেন, হত্যাকাণ্ডের পর সবাই ভয়ে বাড়ি ফিরে গিয়েছিল, নিজেদের জীবন রক্ষার চিন্তা ছিল তাদের কাছে সবচেয়ে বড় বিষয়। 

গণজাগরণ মঞ্চের উদযাপন স্মরণ করে কাদের বলেন, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছিল, অনেকেই বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তবে, তিনি নিজে এতে অংশ নিতে পারেননি এবং সবকিছু টিভির পর্দায় দেখেছিলেন।

তিনি আরও বলেন, "ইউটিউব এবং ফেসবুকে গত কয়েকদিন ধরে মৃত্যুদণ্ডের দাবি উঠেছে, কেউ বলছেন ইমরান এইচ সরকারের ফাঁসি দিতে হবে, কেউ বলছেন লাকি আক্তারের ফাঁসি দিতে হবে। ভাইয়েরা, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আমি এই মৃত্যুদণ্ডের পক্ষে নই। আপনি যদি এখানে দাঁড়িয়ে ফাঁসি চান, তবে তাদের এবং আপনার মধ্যে কী পার্থক্য?"

কাদের ন্যায়বিচারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, "এখানে আপনারা বিচার চাইতে পারেন, আপনারা ফাঁসি চাইতে পারবেন না। আমরা ন্যায়বিচার চেয়েছি। ধর্ষণের শিকার শিশু আছিয়ার প্রসঙ্গ তুলে বলেন, আজকে একটা ছোট শিশু মারা গেলো আমি সেখানেও বললো আমরা তার জন্যও ন্যায়বিচার চাই।"

তথ্যসূত্রঃ https://youtu.be/SsnNgd7LHyA?si=KxagmJBpniqjdKDc

মারিয়া

×