
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা। ছবিঃ সংগৃহীত
আওয়ামী লীগের আমলে ধর্ষণের কোনো বিচার হত না। ঘটনাগুলোকে ধামাচাপা দিয়ে রাখা হত। বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা।
শুক্রবার (১৪ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনা সভায় এসব কথা জানান তিনি।
এখন গণমাধ্যম মুক্তভাবে প্রচার করতে পারছে। সেইজন্য আমরা এইগুলা আরও বেশি জানতে পারছি।
তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগরে গৃহবধুকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছিলো, তার স্বামীকে বেধে রেখে। সিলেটে এমসি কলেজেও স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছিলো আওয়ামীলীগের সন্ত্রাসীরা।’ আওয়ামী লীগের আমলে যত ধর্ষণ হয়েছে, এগুলোর কোনোটারই বিচার হয়নি। এই অপসংস্কৃতি সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই আমলে বিচার না থাকায়।’
বিএনপি’র আমলে এসব অপরাধের বিচার হত কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপি যেকোনো অপরাধের বিষয়ে জিরো টলারেন্স। আমাদের দলের যত বড় নেতাকর্মীইই হোক না কেন, এই ধরণের অপরাধকে কখনোই প্রশ্রয় দেয় না।’
মুমু