
এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। ছবিঃ সংগৃহীত
৭১ কে অস্বীকার করার দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত গোল টেবিল বৈঠকে এ কথা বলেন ববি হাজ্জাজ।
তিনি বলেন, ‘আমরা অনেকেই বলছি সংবিধান পুড়িয়ে ফেলবো, ছিড়ে ফেলবো। কিন্তু যে সংবিধান আমাদের আছে সেটি একটি গণতান্তেই কনস্টিটিউশন। আমার অধিকার আমি ততখনই খাটাতে পারি, যতক্ষণ পর্যন্ত আমার অধিকার আপনার অধিকারের উপর হস্তক্ষেপ করছে না।’
ববি আরও বলেন, ‘কোনো একটা দিবস যদি কেউ পালন করতে চায় তাহলে সেটা সম্পূর্ম তার ব্যক্তিগত বিষয়। কারো এতে বাধা দেওয়ার অধিকার নেই।’
‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো পত্রিকাহ ২১ ফেব্রুয়ারি নিয়ে খবর ছাপা হয়নি, এই প্রথম কোনো টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন দেয়নি ২১ ফেব্রুয়ারির। আমরা কি ভুলে গেছি ভাষা আন্দোলন, আমরা কি ভুলে যাবো ২৬ মার্চ? আমরা কি বলবো যে ৭১ আমাদের অংশ ছিলো না? কারণ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের ইতিহাস সম্পর্কে আইডিয়া নাই, তারা বলবে ৭১ বাদ। ৭১ ভুলে যাবো আমরা? বাংলাদেশ ভুলে যাবো?
মুমু