
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জামায়াত ইসলামীর ইফতার মাহফিলে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি মাগুরার শিশু ধর্ষণের হৃদয়বিদারক ঘটনার উল্লেখ করে বলেন, "আজকে আমাদের বাংলাদেশে পাশবিকতাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এটা রাজত্ব করছে, আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাই, আমাদের সে মাগুরার সকলের স্নেহের আদরের বাচ্চাটা গোটা পৃথিবীতে বলা যায় যে এটা ধর্ষণের একটি বিমর্ষ প্রতীক হয়ে থাকবে, সেই শিশু আছিয়া, যার বয়স মাত্র ৮ বছর। যাকে পাশবিকভাবে তার শিরোধানি নিয়ে নির্দয়ভাবে তার ইজ্জত লুণ্ঠন করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমরা আল্লাহ তাআ'লা থেকে তার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করি।"
তিনি আরও বলেন, "আল্লাহর কাছে দোয়া করি যেন তার মতো আর কাউকেই এমন পাশবিকতার শিকার না হতে হয়। এজন্য রমজান হচ্ছে এক গুরুত্বপূর্ণ নির্দেশনা, বাংলাদেশ জামায়াত ইসলামী পাশবিকার দমন করে মানবিকার এক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়।"
মারিয়া