ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

নির্বাচনী ব্যবস্থাকে সুন্দর করতে হবে: মাওলানা রফিকুল

প্রকাশিত: ১০:০৮, ১৪ মার্চ ২০২৫

নির্বাচনী ব্যবস্থাকে সুন্দর করতে হবে: মাওলানা রফিকুল

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াত ইসলামীর ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম। তিনি বলেন, "বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে হলে, প্রথমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে, যারা অতীতে মানুষ হত্যা ও গণহত্যা করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা প্রয়োজন।"

মাওলানা রফিকুল ইসলাম আরও বলেন, "এই দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে, নির্বাচনী ব্যবস্থাকে সুন্দর করতে হবে। দেশের মানুষ আর যেনতেনভাবে নির্বাচন হয়ে ক্ষমতার পরিবর্তন দেখতে চায় না। দীর্ঘদিন ধরে মানুষ ভোট দিতে পারেনি, তাই ভোট দেওয়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচনের জন্য যেসব সংস্কারের প্রয়োজন, তা করতে হবে।"

তিনি যোগ করেন, "এটি কোনো একক দলের জন্য নয়, বরং দেশের মানুষের জন্য। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম করতে হলে, আল্লাহকে ভয় করতে হবে, দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি করতে হবে এবং কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এর কোনো বিকল্প নেই।"

তথ্যসূত্রঃ https://youtu.be/bfjWSSl6KV4?si=-qTfL1avs9qrLsNB

মারিয়া

×