ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ধর্ষণ বন্ধে ইসলামী বিচার ব্যবস্থা অনুসরণ প্রয়োজন: মুফতি সাখাওয়াত

প্রকাশিত: ১০:০১, ১৪ মার্চ ২০২৫

ধর্ষণ বন্ধে ইসলামী বিচার ব্যবস্থা অনুসরণ প্রয়োজন: মুফতি সাখাওয়াত

ছবি: সংগৃহীত

মুফতি সাখাওয়াত বলেছেন, "যতই শাস্তি বিধান করি না কেন, আন্দোলন সংগ্রাম করি না কেন, ইসলামী বিধি-বিধান প্রতিষ্ঠিত না হলে অপরাধ নিয়ন্ত্রণ করা কোনভাবেই সম্ভব হবে না।" বিশেষ করে ধর্ষণের মত জঘন্যতম অপরাধের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। 

তিনি আরও বলেন, "প্রচলিত আইন থাকলেও, আমরা কঠোর আইনের জন্য আন্দোলন করছি, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে, অর্থাৎ ফাঁসি বিধান রচনা করার জন্যও আমরা আন্দোলন করছি।"

তবে তার মতে, কিছু অপরাধের সর্বোচ্চ শাস্তির বিধান থাকা সত্ত্বেও, সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তিনি উদাহরণ হিসেবে ধর্ষণকে উল্লেখ করেন এবং বলেন, "ধর্ষণের মত এমন একটা অপরাধ, যে অপরাধে মানুষের নানাবিধ চাহিদা থাকে, মানুষের শয়তানের সর্বোচ্চ প্রচারণা থাকে। এমন একটি অপরাধ বন্ধ বা নিয়ন্ত্রণ করতে প্রচলিত আইন বা সর্বোচ্চ শাস্তি যথেষ্ট নয়।"

মুফতি সাখাওয়াত আরো বলেন, "ধর্ষণ রোধে বা ধর্ষণের মত জঘন্যতম অপরাধ রোধ করতে হলে ইসলামী বিচার ব্যবস্থার যে প্যাকেজ রয়েছে, সেটি পুরোপুরি অনুসরণ করতে হবে।"
 

শিলা ইসলাম

×