ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ওমরাহ ভিসা প্রায় বন্ধ!

প্রকাশিত: ০৯:৫০, ১৪ মার্চ ২০২৫

ওমরাহ ভিসা প্রায় বন্ধ!

ছবি: সংগৃহীত

ঢাকার সৌদি দূতাবাস দীর্ঘদিন ধরে শতভাগ আবেদনেই ওমরার ভিসার অনুমোদন দিচ্ছিলো, কিন্তু ৬ই মার্চ থেকে ভিসা দেয়ার হার দুই থেকে তিন শতাংশে নেমে এসেছে। ফলে, রমজানে ওমরা করার অপেক্ষায় লক্ষাধিক যাত্রী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এবং একই কারণে হজের জন্য বাড়ি ভাড়া করতেও যেতে পারছেন না।

এজেন্সির প্রতিনিধিরা জানিয়েছেন, সংকট সমাধানে সৌদি আরবের সাথে যোগাযোগ করা হবে। এরই মধ্যে হজের খরচ বেড়ে যাওয়ায়, কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে বেড়েছে ওমরার যাত্রী সংখ্যা। প্রতি মাসে ২৫ থেকে ৩০ হাজার মানুষ মক্কায় যান, আর রমজানের ওমরা যাত্রী দাঁড়ায় লাখের কাছাকাছি। কিন্তু গেল ৬ মার্চ থেকে নতুন ওমরা ভিসা একরকম বন্ধ হয়ে যায়, যার কারণে ১০০ টি আবেদনের বিপরীতে ভিসা মিলছে মাত্র দুই থেকে তিনটি।

রমজানে ওমরার জন্য যাত্রীরা কয়েক মাস আগেই টিকিট কেটে রাখেন, কিন্তু বর্তমানে এ সংখ্যা ৩০,০০০ এর বেশি। তাদের টিকিটের টাকা ফেরতের বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এবং এয়ারলাইন্সগুলো এই রিফান্ড দিতে অস্বীকৃতি জানাচ্ছে।

এদিকে, কয়েক বছর ধরে হজের বাড়ি ভাড়ার জন্য আলাদা ভিসা বন্ধ হয়ে গেছে, এবং এ কারণে ওমরার ভিসা নিয়ে এসব কাজ করতে যান এজেন্সির প্রতিনিধিরা। ভিসা না পেয়ে তারাও যেতে পারছেন না, অথচ ২৫ মার্চ শেষ হচ্ছে বাড়ি ভাড়া করার সময়সীমা। কোন পূর্ব নোটিশ ছাড়া ওমরা ভিসা বন্ধ করা হয়েছে, যার কারণে এখন এজেন্সির মালিকদের মধ্যে চরম উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। 

সংকট নিরসনে মন্ত্রণালয়কে জানানো হলেও, এজেন্সি মালিকরা এখনও সমাধান পাননি। তবে, ধর্মপ্রতিষ্ঠা কর্তৃপক্ষ জানিয়েছে, "আমরা আলাপ করে সদস্যদের সাথে আলাপ করব, সৌদি গভমেন্টের সাথে আলাপ করব, আলাপ করে আমরা সিদ্ধান্ত নিব।"

এদিকে, ২৯ এপ্রিল থেকে হজের ফ্লাইট শুরু করার কথা থাকলেও, এখনও ঢাকা-মদিনা রুটে ফ্লাইটের শিডিউল নিশ্চিত হয়নি।

শিলা ইসলাম

×