ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে গুতেরেস, খাদ্য সংকট নিয়ে উদ্বেগ

প্রকাশিত: ২১:০৬, ১৩ মার্চ ২০২৫

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে গুতেরেস, খাদ্য সংকট নিয়ে উদ্বেগ

ছবিঃ সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশে সফরে এসে রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি সরাসরি পরিদর্শন করছেন। বিশ্বব্যাপী ত্রাণ সহায়তা হ্রাসের আশঙ্কা বাড়তে থাকার মধ্যে যুক্তরাষ্ট্রের USAID কার্যক্রম বন্ধের ঘোষণার পর তার এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) জাতিসংঘ মহাসচিব ঢাকার প্রধান বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এটি গুতেরেসের দ্বিতীয় বাংলাদেশ সফর।

তার চার দিনের এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) ও অন্যান্য সংস্থা সম্ভাব্য ত্রাণ সহায়তা কমানোর ঘোষণা দিয়েছে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, যা গত আগস্টে গণ-অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় এসেছে, আশা করছে—

  • এই সফর আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা সংকট নিয়ে নতুন আগ্রহ তৈরি করবে।
  • বিশ্ব সম্প্রদায় আরও সহায়তা পাঠাতে উদ্যোগী হবে।

বিশ্ব খাদ্য সংস্থার (WFP) একটি চিঠিতে বলা হয়েছে—

  • কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে আগামী মাস থেকে খাদ্য সহায়তা কমতে পারে।
  • যদি প্রয়োজনীয় তহবিল সংগ্রহ না হয়, তাহলে খাদ্য রেশন বর্তমান $১২.৫০ ডলার থেকে কমিয়ে $৬ ডলারে নামিয়ে আনা হতে পারে।

জাতিসংঘ মহাসচিবের এই সফর রোহিঙ্গাদের মানবিক সংকট আরও গভীরভাবে তুলে ধরতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ এখন আন্তর্জাতিক সহায়তার দিকে তাকিয়ে আছে।

সূত্রঃ https://apnews.com/article/bangladesh-un-secretary-general-yunus-hasina-rohingya-ce64488a0426e6932c2f7fc823bdb6c8

ইমরান

×