
আশুলিয়ায় পৃথক দুটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাদের সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় আশুলিয়া থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।
জানা গেছে, আশুলিয়ার গনকবাড়ী এলাকায় প্রথম স্বামী মারা যাওয়ার পর তিন কন্যা শিশুকে নিয়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন এক নারী। গত ৯ মার্চ ১০ বছরের মেয়ে শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায় তার দ্বিতীয় স্বামী। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।
অপরদিকে ৫ বছর আগে দুই শিশুকন্যাকে নিয়ে দ্বিতীয় বিয়ে করেন আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা ভুক্তভোগী ওই কিশোরীর মা। গত ১৫ ফেব্রুয়ারি মেয়েকে ধর্ষণ করে তার সৎ বাবা। এর আগেও মেয়েকে ধর্ষণ করেছে বলে জানায় সে। পরে বিষয়টি এলাকাবাসী জানলে অভিযুক্ত ওই সৎ বাবাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, পৃথক দুটি ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ও অন্য একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ফুয়াদ