
ছবি: সংগৃহীত
মসজিদে নামাজ পড়তে গিয়ে এক কিশোরের মাথার টুপি অন্য কিশোর ফেলে দেয়াকে কেন্দ্র করে ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের মোল্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে এবং ভুক্তভোগী পরিবার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, গত ১১ মার্চ জয়দেবপুর এলাকার সরোয়ার মোল্যার ছেলে জাকারিয়া মোল্যা (১৪) ও পার্শ্ববর্তী বারাংকুলা চরপাড়া এলাকার নুর ইসলাম মোল্যার ছেলে হৃদয় মোল্যা (১২) মসজিদে মাগরিবের নামাজ পড়তে যায়। এ সময় জাকারিয়ার মাথা থেকে টুপি ফেলে দেয় হৃদয়। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে।
নামাজ শেষে হৃদয়ের পরিবারের সদস্যরা জাকারিয়ার বাড়িতে গিয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উভয় পরিবারের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু পুনরায় বুধবার রাত ৮টার দিকে বারাংকুলা চরপাড়া এলাকার বাসিন্দা কবির মোল্যা ও ইয়াছিন মোল্যার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে জয়দেবপুর মধ্যপাড়া এলাকার জাফর মোল্যা, সাইফুল মোল্যার বাড়িসহ চারটি বাড়িতে হামলা চালায়।
এ সময় হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে জাফর মোল্যার স্ত্রী পারভীন বেগম (৪৫) ও কামাল মোল্যার স্ত্রী তানিয়া বেগমকে (২৭) বেদম প্রহার করে হামলাকারীরা। পরে স্বজনরা তাদের দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে আহত তানিয়া বেগমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত পারভীন বেগম বলেন, ‘টুপি নিয়ে মসজিদে ছোটরা মারামারি করেছে। এই ঘটনা নিয়ে কবির মোল্যা ও ইয়াছিন মোল্যার নেতৃত্বে লোকজন এসে আমার বাড়িঘর ভাঙচুর করেছে। পরে ঘরের মধ্য থেকে মালামাল লুটপাট করে নিয়ে গেছে। তাদের বাধা দিতে গেলে আমাকে ও আমার জাকে (দেবরের স্ত্রী) মারধর করেছে।’
অভিযুক্ত ইয়াছিন মোল্যা বলেন, ‘বুধবার ভোররাতে সাইফুল মোল্যার নেতৃত্বে ১৫-২০ জন লোক আমার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। এ সময় আমাদের পক্ষেরও তিনজন নারী আহত হয়েছে। তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর রশীদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উভয়পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
রাকিব