ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

কসম সংগ্রহে হুড়োহুড়ি

প্রকাশিত: ১৭:১০, ১৩ মার্চ ২০২৫

কসম সংগ্রহে হুড়োহুড়ি

সাধারণ মাটি থেকে একটু কালো ওজনে হালকা হওয়ায় রোদে শুকিয়ে সে মাটি দিয়ে সারা বছর রান্না বান্নার কাজ করা যায়।সাধারণত প্রাচীন কোনো জলাশয়, নদীর কিনারায় বা তলদেশে পাওয়া যায়। স্থানীয়রা নামানুসারে  এ মাটিকে কসম নামে ডাকে।

সম্প্রতি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ময়মনসিংহের অধীনে নান্দাইলের নরসুন্ধা নদীর খনন করতে গিয়ে নদীর কাদামাটির নিচে বা পাশে এক ধরনের হালকা কালো মাটি পাওয়া যাচ্ছে। সে মাটি সংগ্রহের জন্য চলছে নদীর পাড়ের লোকজনের হুড়োহুড়ি। ফলে বিনা পয়সার এ জ্বালানির কদর এখন সবার বাড়িতে। 

সরেজমিনে দেখা গেছে, রাজগাতী ইউনিয়নের কালিগঞ্জ বাজারের নিকট শুভখিলা রেলসেতু ও চংভাদেরা এলাকায় নরসুন্দা নদী খনন যন্ত্রের আশেপাশে দুই পাড়ের বিভিন্ন বয়সের লোক কোদাল, শাবল নিয়ে যে যেভাবে পারছে কসম সংগ্রহ করছে। কেউ বস্তা, বড় গামলা, কেউ খাদি ভরে ভরে মাটি পাড়ে নিয়ে জমা করছে। কেউ কেউ আবার নদীর মাটির নিচে পাওয়া অর্ধপচা গাছের গুড়ি কেটে কেটে লাকড়ি সংগ্রহের কাজে ব্যস্ত রয়েছে।  

 

ফুয়াদ

×