ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

হোম মিনিস্ট্রি ইট’স নট এ ম্যাটার অব জোক: বাবুল

প্রকাশিত: ১৬:৫০, ১৩ মার্চ ২০২৫

হোম মিনিস্ট্রি ইট’স নট এ ম্যাটার অব জোক: বাবুল

ছবি: সংগৃহীত

সম্প্রতি এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি হালকা ভাবে নেওয়ার বিষয় নয়। তাঁর মতে, বাংলাদেশের মতো জনবহুল দেশে যেখানে প্রযুক্তিগত সংকট রয়েছে, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পর্কে মন্তব্য করে বলেন, "ভালো মানুষ আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টা তে এক হতে পারে না, উনি যেভাবে সহজ-সরলভাবে সাবলীলভাবে কথা বলেন, উনি যেটা মনে করেন সেটা বলেন, কিন্তু হোম মিনিস্ট্রি ইট'স নট এ ম্যাটার অব জোক"। 

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রীকে শারীরিকভাবে সুস্থ, সবসময় সচেতন এবং সংকট মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে বাস্তবতা হলো, বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রীর কর্মকৌশল ও সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ রয়েছে।

সাধারণ সম্পাদক উল্লেখ করেন, স্বরাষ্ট্র মন্ত্রী যখন ৩টায় প্রেস কনফারেন্স করলেন তখন এমন একটি সময়ে সিদ্ধান্ত নেয়া কি যুক্তিসঙ্গত ছিলো? তা নিয়ে প্রশ্ন থাকছে। তিনি বলেন, সিদ্ধান্তগুলি সকালে, ৯টায় নেওয়া যেতে পারতো, কিন্তু তার পরিণতি প্রত্যাশিত ফল দেয়নি। পরিস্থিতি কয়েক ঘণ্টার মধ্যে ঠিক হওয়ার পরিবর্তে তা আরও খারাপ হয়ে গেছে।

তিনি শেষমেশ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বগুলি অত্যন্ত গুরুতর এবং সেগুলি আরও চিন্তাভাবনা এবং পরিকল্পনার সাথে নেয়া উচিত, বিশেষ করে বাংলাদেশের মতো একটি দেশে।

তথ্যসূত্রঃ https://youtu.be/NX355b5qs8w?si=BYzrLqC6DEGGjMB0

মারিয়া

×