ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ফুড কার্টের সেই ছাত্রকে পিতার জিম্মায় জামিন করিয়েছেন এনসিপি নেতা মাহবুব আলম

প্রকাশিত: ১৬:২৪, ১৩ মার্চ ২০২৫; আপডেট: ১৬:২৪, ১৩ মার্চ ২০২৫

ফুড কার্টের সেই ছাত্রকে পিতার জিম্মায় জামিন করিয়েছেন এনসিপি নেতা মাহবুব আলম

ছবি: সংগৃহীত

ধানমন্ডিতে ভ্রাম্যমান আদালত চলাকালে গ্রেফতার হওয়া যুবক মহিউদ্দিনকে গত রাত ১২টায় মুক্তি দেওয়া হয়েছে। তার মুক্তির প্রক্রিয়া সম্পর্কে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সালেহ উদ্দিন সিফাত।

পোস্টে তিনি জানিয়েছেন, তিনি, মাহবুব আলম মাহির এবং মোসফিকুর রহমান জন রাত ১০টায় ভিকটিমের জামিনের বিষয়ে কথা বলতে ধানমন্ডি থানায় যান। সেখানে পুলিশ প্রথমে গ্রেফতারকৃত মহিউদ্দিনকে মুক্তি দিতে অক্ষমতা প্রকাশ করে। তবে পরবর্তীতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাধ্যমে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে যোগাযোগ করা হয়, যিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ছেলেটির মুক্তির ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন।

পরবর্তীতে, ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পর্যালোচনা করে মুচলেকা গ্রহণ করে মহিউদ্দিনকে তার বাবা-মায়ের জিম্মায় মুক্তি দেয়। এই পুরো প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করেন এনসিপি'র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির।

পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, অনেকেই মনে করছেন তাদের এই অবস্থান ব্যবসায়ীদের ফুটপাতে অবৈধভাবে দোকান বসানোর কর্মকাণ্ডকে সমর্থন করে। তবে, সিফাত তার পোস্টে দাবি করেন, তারা মূলত নাগরিক মর্যাদার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, "একজন নাগরিককে শুধু উচ্চস্বরে বাকবিতণ্ডা করলেই তাকে গ্রেফতার বা নিপীড়ন করা উচিত নয়।" সিফাত বলেন, তাদের এই পদক্ষেপ অপরাধীরও নাগরিক মর্যাদা রক্ষার উদ্দেশ্যে এবং তিনি এক্ষেত্রে লঘু পাপের জন্য গুরুতর শাস্তির প্রতিবাদ জানিয়েছেন।

তথ্যসূত্রঃhttps://m.facebook.com/story.php?story_fbid=pfbid024JCyPKfNLpS4raSoMVHMtGXwjpYF6m7f4oYoAhtmf64qXkfGQGGK5w6FssGCzGS9l&id=100045601681806&mibextid=Nif5oz


 

মারিয়া

×