ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

এখন আল্লাহর বিধানের শাসন কায়েম হওয়া খুবই প্রয়োজন: জামায়াত আমির

প্রকাশিত: ১৫:৪৬, ১৩ মার্চ ২০২৫

এখন আল্লাহর বিধানের শাসন কায়েম হওয়া খুবই প্রয়োজন: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

সম্প্রতি জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমান বাংলাদেশের ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের জন্য ইসলামের বিধান অনুযায়ী শাসন ব্যবস্থা এখন অত্যন্ত প্রয়োজন। দেশের বর্তমান পরিস্থিতি, যেখানে দুর্নীতি, সহিংসতা এবং অশান্তি বেড়ে চলেছে, তা আল্লাহর আইন থেকে সরে যাওয়ার ফলস্বরূপ বলে তিনি উল্লেখ করেন।

আমির বলেন, ইসলামী আইন বাস্তবায়ন ফেরেশতারা বা বাইরের কোনো শক্তি দ্বারা সম্ভব নয়; এটি এমন মানুষের দ্বারা বাস্তবায়ন করতে হবে যারা আল্লাহকে ভয় পায়। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতির, যা সামাজিক অস্থিরতা এবং ন্যায়বিচারের অভাব সৃষ্টি করেছে, কারণ হলো আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়া।

আমির কুরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, "তুমি কি কিতাবের একটি অংশে বিশ্বাস করো এবং অন্য অংশকে অস্বীকার করো? তাহলে তাদের জন্য এ পরিস্থিতির পরিণতি কী হতে পারে, যারা তা করবে? তারা পৃথিবীতে লাঞ্ছিত হবে এবং পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হবে।" আমিরের বক্তব্যে দেশের সমস্যাগুলোর সমাধান হিসেবে ইসলামী নীতিমালার বাস্তবায়নকে প্রাধান্য দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/J8cQo0mLZ9w?si=f3OkCbtQuJgFRhEs

মারিয়া

×