
ছবি: সংগৃহীত
ইসলামী ছাত্রশিবিরের একজন সদস্য প্রেমে জড়িয়ে পড়লে তিনি সংগঠনে থাকতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাব দিলেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম।
তিনি বলেন, "প্রেমের বিষয়ে ইসলামের নির্দেশনাই আসল। আপনার প্রশ্নের সমাধান পেতে হলে আগে জানতে হবে, আপনি কি ইসলামের বিধানগুলো মানতে রাজি আছেন? ইসলাম কাউকে কোনো কিছু চাপিয়ে দেয় না। এমনকি আল্লাহর রাসূল (সা.)-কেও এই অধিকার দেওয়া হয়নি যে তিনি কাউকে জোর করে ইসলাম গ্রহণ করাবেন। উদাহরণস্বরূপ, রাসূলের (সা.) চাচা আবু তালেব তাঁকে সর্বদা রক্ষা করতেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেননি। রাসূল (সা.) তাকে কখনোই চাপিয়ে দেননি।"
তিনি আরও বলেন, "ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রেমের বিষয়টি কীভাবে দেখা হয়, সেটি বোঝা জরুরি। ইসলাম স্পষ্টভাবে বলে, প্রাপ্তবয়স্ক হলে বিবাহ করা উচিত। কিন্তু বিবাহবহির্ভূত সম্পর্ক ইসলামে নিষিদ্ধ। এটি শুধু ইসলাম নয়, আমাদের সমাজও মেনে নেয় না। এমনকি একজন বাবা-মাও চান না যে তাঁর সন্তান হারাম সম্পর্কে জড়িয়ে পড়ুক।"
শিবির সভাপতি বলেন, "তাই আমরা যা সঠিক নয়, তা নিরুৎসাহিত করবো এবং যা সঠিক, তা উৎসাহিত করবো।"
শিলা ইসলাম