ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

রাস্তা অবরোধ করলে ব্যবস্থা নেয়া হবে: আইজিপি

প্রকাশিত: ১৩:৪০, ১৩ মার্চ ২০২৫

রাস্তা অবরোধ করলে ব্যবস্থা নেয়া হবে: আইজিপি

ছ‌বি: সংগৃহীত

শিল্পখাতে অস্থিরতায় একটি স্বার্থান্বেষী মহল জড়িত। তাদের প্রতিহত করতে কাজ করছে পুলিশ। গাজীপুরে এমনটা বলেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে ভোগরা বাইপাস শিল্পাঞ্চল পুলিশ-২ এর বিশেষ কল্যাণ সভায় যোগ দেন তিনি।

আইজিপি বলেন শিল্পাঞ্চলে গুজব ছড়িয়ে ভাঙচুর ও রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ঈদ ঘিরে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জানজট নিরসনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও ডিএমপি কাজ করছে বলেও জানান বাহারুল আলম। সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, "এরকম একটা সংক্ষিপ্ত পক্ষ আছেই এবং আমাদের মনে হয় যে এরকম কেউ নিশ্চয়ই রয়ে গেছেন এবং তারা এখনো ক্রিয়াশীল আছেন এবং তারা সেটা সমাজের বিভিন্ন পর্যায়ের লোক। তো তাদেরকে প্রতিহত করাই আমাদের কাজ সেজন্যই আমরা আছি।"

আবীর

×