
প্রধান উপদেষ্টার প্রেস সচিব হলেন শফিকুল আলম বলেন, আপনি যদি ফিগারগুলো দেখেন, আমাদের সাথে ভারতের কিন্তু ট্রেড বাড়ছে কিন্তু আনফরচুনেটলি যারা চিকিৎসার জন্য ইন্ডিয়ায় যেতেন তারা ভিসা পাচ্ছেন না। তারা ট্যুরিজমের ক্ষেত্রেও ভিসার সংখ্যা কমিয়ে এসেছে। আমরা তাদেরকে বারবার বলছি আমরা তাদের সাথে ভালো সম্পর্ক চাই। ভালো সম্পর্কটা অবশ্যই ন্যায্যতা ও সমতার সম্পর্ক চাই । আমরা চাই ন্যায্যতা সম্পন্ন মর্যাদা সম্পন্ন সম্পর্ক অটুট থাকুক। অবশ্যই তার সাথে আমাদের একটা স্পেশাল সম্পর্ক হবে তার সাথে আমাদের যে বর্ডার আছে। আমাদের ইতিহাসে ভারত রয়েছে,আমার মনে হয় যদি তারা বাস্তবকে মেনে নেয় তাহলে সম্পর্ক ভালোর দিকে যাবে।
এখন আমরা একজনের সাথে ভালো সম্পর্ক চাই কিন্তু তার দিক থেকে ভালো সম্পর্ক না হলে তো একদিক হয় না। আমরাও মনে করি ইন্ডিয়া আমাদের পাশের একটি বড় দেশ ইন্ডিয়ার ইকোনমির সাথে আমাদের সম্পর্ক ভালো থাকলে উভয়ের বেনিফিটেড হবে। আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ভুটান মিলিয়ে আমরা একটা সাউথ এশিয়ান গ্রিট করতে চাই যার ফলে নেপাল এবং ভুটান থেকে হাইড্র ইলেক্ট্রিসিটি পেতে পারি। আমরা যেসব বেনিফিট আছে তা এক্সপ্লোর করতে চাই কথা হচ্ছে আমরা একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক চাই। আমরা বলছি আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাই তা উনারাও জানেন। আমরা আমেরিকার সাথে ভালো সম্পর্ক চাই আমাদের ফরেন পলিসিটিসে নতুন যে চেঞ্জ এসেছে। অন্য কান্ট্রিগুলোর সাথে আরো সম্পর্ক আরো ভালো করতে চাই। আগের যে সরকার ছিল তাদের ফরেন পলিসির ফোকাস ছিল একটা দুইটা কান্ট্রি কে নিয়ে আমরা আমরা চাচ্ছি যে সবার সাথে সারভাইভ করতে।
সূত্র: ভারতের সাথে বাংলাদেশের একটা স্পেশাল সম্পর্ক রয়েছে | Timeline Bangladesh | Gtv News
সাজিদ